Wellcome to National Portal
সরকারি আবাসন পরিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০১৭

না-দাবি সনদ সংক্রান্ত

না-দাবি সনদ সংক্রান্ত

 

১। না-দাবি সনদপত্র কী?

 

ঢাকা শহরে কর্মরত সরকারি বাসায় বসবাসকারী কর্মচারীগণের অনুকূলে বাড়ি ভাড়া ভাতা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি ও পয়ঃ কর ইত্যাদি বাবদ কোনো নির্দিষ্ট সময় কিংবা সমগ্র কর্মজীবনে সরকারের নিকট কোনো পাওনাদি নেই মর্মে যে সনদপত্র প্রদান করা হয় তাই না-দাবি সনদ পত্র।

দুই ধরণের না-দাবি সনদপত্র প্রদান করা হয় – সাময়িক না-দাবি সনদপত্র ও চূড়ান্ত না-দাবি সনদপত্র।

 

২। না-দাবি সনদপত্র কেন প্রয়োজন?

 

না-দাবি সনদের মাধ্যমে নিশ্চিত হয় যে, গ্রহীতার নিকট বাসা ভাড়া ভাতা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি ও পয়ঃ কর ইত্যাদি বাবদ সরকারের কোনো পাওনা নেই। সরকারি কর্মচারীর অবসরগ্রহণান্তে পেনশন গ্রহণের ক্ষেত্রে না-দাবি সনদপত্র প্রদান করতে হয়। অন্যথায় পেনশন গ্রহীতা ১০০ ভাগ পেনশন উত্তোলন থেকে বঞ্চিত হবেন।

 

৩। না-দাবি সনদপত্র কাদের জন্য প্রয়োজন?

 

সরকারি বাসায় বসবাসকারী সকল সরকারি কর্মচারী

ঢাকায় কর্মরত/কর্মরত ছিলেন এমন সকল সরকারি কর্মচারী

 

৪। কীভাবে না-দাবি সনদপত্র পেতে পারি?

 

  • না-দাবি সনদপত্র প্রাপ্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ পূর্বক আবেদন দাখিল করতে হবে।
  • সেবাগ্রহিতা সাময়িক নাকি চূড়ান্ত না-দাবি সনদ গ্রহণ করবেন তা আবেদনে উল্লেখ করতে হবে।
  • সাময়িক না-দাবি সনদ গ্রহণের ক্ষেত্রে প্রার্থিত না-দাবি গ্রহণের সময় স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
  • ফর্ম প্রাপ্তির জন্য। ( দ্রষ্টব্য )

 

৫। না-দাবি সনদপত্র প্রাপ্তির আবেদনের সাথে কী কী কাগজপত্র দাখিল করতে হবে?

 

প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা দেখতে

 

৬। আবেদনের কতদিনের মধ্যে না-দাবি সনদ পেতে পারি?

 

একটি ত্রুটিহীন আবেদনের ক্ষেত্রে ৩ কার্যদিবসের মধ্যেই না-দাবি সনদ পাওয়া যায়।

 

৭। অনলাইনে আবেদন করা যায় কি?

 

ইতোমধ্যে অনলাইনে না-দাবি সনদ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। ঢাকায় কর্মরত কিন্তু সরকারি বাসায় বসবাস করেননি এমন সরকারি কর্মচারীগণের অনুকূলে অনলাইনে না-দাবি সনদপ্রাপ্তির আবেদনের জন্য নাগরিক কর্নার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবেঃ

 

  • সেবা গ্রহীতা কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্র
  • যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত এনেক্সার ফর্ম "ক" (অবশ্যই সংযুক্ত করতে হবে)
  • পি, আর, এল, আদেশের কপি

উল্লিখিত কাগজপত্র সংগ্রহ/প্রস্তুত করে নাগরিক কর্নার-এ ক্লিক করুন এবং যথাযথভাবে সকল তথ্য প্রদান করে কাগজপত্রাদির পি,ডি,এফ, আপলোড করুন।

প্রয়োজনে সহায়তা নিন